বর্ধমানে বিজেপির সংঘাত চরমে। যুব সভাপতির নাম ঘোষাণা হতেই বিক্ষোভ জেলা কার্যালয়ে।
জেলা যুব মোর্চার সভাপতির নাম ঘোষণা হতেই তুমুল বিক্ষোভ বিজেপি বর্ধমান সদর সাংগঠনিক জেলা কার্যালয় রাসবিহারী বসু ভবনে।
বিক্ষোভে সামিল বিজেপির একাংশ।
আজই বর্ধমান সদর সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে পিন্টু সাম – এর নাম ঘোষণা করা হয় রাজ্যকমিটির পক্ষ থেকে।
বিক্ষোভকারীদের অভিযোগ,যাকে যুবমোর্চার সভাপতি করা হয়েছে তিনি তোলাবাজি ও দুর্নীতিতে যুক্ত। জেলা সভাপতি স্বজনপোষণ করছেন,টাকার বিনিময়ে পদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। তার অনুগামী হওয়ায় পিন্টু সাম কে যুবমোর্চার সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে।
অবিলম্বে পিন্টু সাম কে সরাতে হবে না হলে আরও ব্যাপক আন্দোলনের হুমকি বিক্ষোভকারীদের।
বিজেপি বর্ধমান সদর সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তাঁ জানান,এটা মান অভিমানের ব্যাপার। রাজ্য নাম ঘোষণা হয়েছে।যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা বিজেপির কেউ নয়।