ফের দুর্ঘটনা মেমারিতে।
এবার নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল চারচাকা গাড়ি।
গাড়িতে শিশুসহ পাঁচজন ছিল।
মেমারির পথসাথীর কাছে জিটি রোডে দুর্ঘটনা।
চারচাকা গাড়িটি একটি রিক্সা ভ্যানকে ধাক্কা মেরে নয়ানজুলিতে নেমে যায়।
চারচাকা গাড়িতে থাকা পাঁচ যাত্রীই সুস্থ আছে।
গাড়িটি কল্যাণী থেকে রানিগঞ্জ যাচ্ছিলো।
স্থানীয় বাসিন্দা ও মেমারি থানার পুলিশ যাত্রীদের উদ্ধার করে।