ফের দুর্ঘটনা মেমারীতে।
এবার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে গেলো পিকআপ ভ্যান।গুরুতর জখম চালক।
ঘটনাস্থলে মেমারী থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে,মেমারী মালডাঙ্গা রোডে ঝিকড়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে পিকআপ ভ্যানটি উল্টে যায়।ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়িও।এরপরই পুলিশ ও স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় চালক কে উদ্ধার করে পাহাড়হাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়।
ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে মেমারী মালডাঙ্গা রোড।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।