‘রাজনৈতিক প্রভাব’ খাটিয়ে বিভিন্ন প্রাথমিক স্কুলে চাকরি করে দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে মঙ্গলকোটের ঝিলু ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ হেকমত আলিকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতের উপপ্রধানকে তাঁর বাড়ি মঙ্গলকোটের পূর্ব নওয়াপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাঁকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে সাত দিনের জন্যে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবেন তদন্তকারী অফিসার। মঙ্গলকোট থানা সূত্রে জানা যায়, বীরভূমের কীর্ণাহার থানার সরডাঙা গ্রামের মহম্মদ বদরুদোজ্জা মঙ্গলবার মঙ্গলকোট থানায় অভিযোগ জানান, ধৃতের মেয়ের সঙ্গে ২০১৮ সালের ৮ নভেম্বর তাঁর ছেলে মহম্মদ গোলাম জামিমের বিয়ে হয়। তারপরে ধৃত প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে টাকা নিয়েছে। পুলিশ জানতে পেরেছে, ২০১৯ সালের ২৪ জুলাই থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ১২ জনের কাছ থেকে ‘রাজনৈতিক প্রভাব’ খাটিয়ে প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৮৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্ত। মঙ্গলকোট থানা একাধিক ধারায় মামলা রুজু করেছে। বিধায়ক (মঙ্গলকোট) অপূর্ব চৌধুরি বলেন, “প্রশাসন প্রশাসনের কাজ করেছে।“