জল এবং পর্যাপ্ত খাবারের টানেই বার বার বাঁকুড়া থেকে পূর্ব বর্ধমান জেলায় ঢুকছে দলমার দাঁতালরা। বুধবার সকালে দামোদর পেরিয়ে পূর্ব বর্ধমানের গলসিতে ঢুকেছে দুটি হাতি। বিভিন্ন গ্রাম ঘোরার পর দুপুরের গরম থেকে স্বস্তি খুঁজতে গলসি এক ব্লকের সিমনোরের একটি জলাশয়ে নেমে পড়ে দাঁতাল দুটি। বেশ কিছুক্ষণ সেই জলাশয়ের ঠান্ডা জলে গা ডুবিয়ে বসে থাকে তারা। হাতির এই জলকেলি দেখতে জলাশয়ের ধারে ভিড় জমিয়েছেন উৎসাহী বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের সামলে রাখতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। ঘটনাস্থলে রয়েছেন বনদপ্তর আধিকারিকরা।
পুলিশ ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালেই বাঁকুড়া জেলা থেকে হাতি দুটি দামোদর পেরিয়ে পূর্ব বর্ধমান জেলায় ঢোকে। হাতি ঢোকার খবর পাওয়ার পরপরই হুলা পার্টি নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের আধিকারিকরা। উৎসাহী বাসিন্দারা যাতে হাতির হাতির খুব কাছে চলে যেতে না পারে বা তাদের অযথা বিরক্ত না করে তা নিশ্চিত করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এই জেলায় গরম তুলনামূলক কম। আবার এখানে পর্যাপ্ত পানীয় জল, খাবার রয়েছে।তার টানে বারে বারে হাতির দল এই জেলায় আসছে। হাতি দুটিকে যত দ্রুত সম্ভব বাঁকুড়া জেলায় ফেরত পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত তারা সেরকম ক্ষয়ক্ষতি কিছু করেনি। তবে তাদের বিরক্ত করলে হিতে বিপরীত হতে পারে। তাতে হাতি দুটি হামলা চালাতে পারে। তাই বাসিন্দারা যাতে তাদের অযথা বিরক্ত না করে সে ব্যাপারে সতর্ক থাকতে হচ্ছে।