ইংলিশ চ্যানেল,রটনেষ্ট,ক্যাটারিনা চ্যানেল জয়ের পর এবার
হাওয়াই দ্বীপপুঞ্জে মলোকাই চ্যানেল পার হওয়ার অভিযান শুরু করেছে কালনার ‘জলকন্যা’ সায়নী। পূর্ব বর্ধমানের কালনার সায়নী দাস আজ সকালে অভিযান শুরু করেছেন।
ইতিমধ্যেই তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে ইংলিশ চ্যানেল , রটনেস্ট, ক্যাটারিনা চ্যানেল জয়ের সম্মান। সফল হলে এশিয়ার তিনিই প্রথম মহিলা হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল পার হবেন। সেই কঠিন বাধা অতিক্রমের লক্ষ্যে এগিয়ে চলেছে সায়নী।সার্ক, শিল্ডে সাথে অসম লড়াই জয় করে জেলায় ফিরুক সায়নী প্রার্থনায় সমগ্র জেলাবাসী।
দীর্ঘদিন ধরেই এজন্য অনুশীলন চালাচ্ছিলেন সায়নী। পুরীর পর ভাগীরথীতে সাঁতার কেটেছেন দিনের পর দিন। কালনার জলকন্যা সায়নী দাস গত 27 মার্চ মলোকাই চ্যানেল পার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
মলোকাই জয় করলে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে নাম লেখা হবে ইতিহাসে পাতায়।২০২০-র সেপ্টেম্বরে মলোকাই চ্যানেলে নামার কথা ছিল সায়নীর। চ্যানেল কর্তৃপক্ষের চূড়ান্ত সম্মতিও মিলেছিল। সারা হয়ে গিয়েছিল সমস্ত প্রস্তুতিও। কিন্তু করোনা আবহের জেরে বাতিল করতে হয় সেই কর্মসূচি। তত দিনে ২০১৭, ২০১৮, ২০১৯-এ তিনি অতিক্রম করে ফেলেছেন ইংলিশ চ্যানেল, রটনেস্ট চ্যানেল আর ক্যাটালিনা চ্যানেল।
হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দূরত্বের এই চ্যানেল পার হওয়া বেশ কঠিন চ্যালেঞ্জ।
প্রশান্ত মহাসাগরের মলোকাই চ্যানেল পার হওয়ার অন্যতম সমস্যা জলের ভিতরে হাঙ্গরের মতো ভয়ঙ্কর জলজ প্রাণীর আনাগোনা ও কারেন্ট। এসব কারণেই ইচ্ছে থাকলেও বহু সাঁতারুই মলোকাই চ্যানেলে নামতে চান না। সেই কঠিন অভিযান শুরু করে দিয়েছেন সায়নী।