পাচারের আগেই বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম থেকে উদ্ধার হল একটি অষ্টধাতুর মূর্তি। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে বিএসএফ। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার অন্তর্গত এলাকায় একটি বাড়ি থেকে প্রাচীন অষ্টধাতুর তৈরি গনেশ মূর্তিটি উদ্ধার হয়। বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিওয়নের জওয়ানরা অষ্টধাতুর মূর্তিটি উদ্ধার করে। রবিবার ওই প্রাচীন গণেশের মূর্তি সহ ওই মহিলাকে হিলি থানার পুলিশের কাছে তুলে দিয়েছে বিএসএফ। এছাড়াও কিভাবে কোথায় ওই মূর্তি নিয়ে যাওয়া হচ্ছিল।তা খতিয়ে দেখছে বিএসএফ।
১৩৭ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, ধৃত ওই মহিলার নাম রেখা মালো(৪০)। বাড়ি চকগোপাল বিএসএফ ক্যাম্প থেকে খানিকটা দূরে গোশাইপুর গ্রামে। এদিন সকালে গোপনসূত্রে খবরের ভিত্তিতে ওই মহিলার বাড়িতে হানা দেয় বিএসএফ। এরপরে সেই বাড়ি থেকে প্রাচীন গণেশের মূর্তি উদ্ধার করা হয়। হলুদ রঙের মূর্তিটির উচ্চতা ১২ সেন্টিমিটার এবং ওজন এক কেজি। সম্ভবত, বাংলাদেশে পাচারের উদ্দেশেই ওই বাড়িতে মজুত করে রাখা হয়েছিল। কিভাবে ওই মূর্তিটি এল তা খতিয়ে দেখছে বিএসএফ।