ইডি দপ্তরে হাজিরার আগে ‘সুপ্রীম’ ধাক্কা অভিষেক কে।জরুরী ভিত্তিতে মামলা শুনলো না সুপ্রীমকোর্ট।
কয়লা পাচারকাণ্ডে ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টে মামলা মেনশন হল না। আদালত সূত্রে পাওয়া খবর অনুযায়ী জরুরি ভিত্তিতে কোনও মামলা শুনতে চায়নি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলাটি লিস্ট অনুযায়ী এলে তখন শোনা হবে।
আইনজীবী কপিল সিব্বল জানান, তিনি যখন এই মামলা শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রমণের বেঞ্চে মেনশন করতে যান, তখন তা রাখা হয়নি। প্রধান বিচারপতি জানিয়ে দেন, সোমবার কোনও মামলাই মেনশন করা যাবে না, আর শুনানিও হবে না।
সোমবার ইডি-র কাছে হাজিরার আগে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক।যদিও দিল্লির ইডির কার্যালয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই এসে পৌঁছান অভিষেক।
উল্লেখ্য, ইডির সমন পেয়ে রবিবারই সস্ত্রীক অভিষেক দিল্লি রওনা দেন। তবে এই সমনের পিছনে যে বিজেপিরই চক্রান্ত রয়েছে, তা দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার জানিয়ে যান তিনি। এমনকী কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক।
ছবি-ইন্টারনেট