বর্ধমানের ২নং জাতীয় সড়কের ধারের একটি হোটেলে সোমবার রাতে খাওয়া দাওয়ার পর খাবার দাম না দিয়ে হোটেল ম্যানেজারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল দুই যুবককে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবকের নাম সায়ন অধিকারী ও রাজু ভট্টাচার্য। সায়নের বাড়ি পারবীরহাটা হাউসিং-এর নতুন বাজার এলাকায় এবং রাজুর বাড়ি বিবেকানন্দ কলেজ মোড় এলাকার পল্লীমঙ্গল ক্লাবের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ২ নং জাতীয় সড়কের ধারের একটি হোটেল ম্যানেজারকে খাবারের টাকা না মিটিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় ওই দুই যুবক। এরপরই তারা চারচাকা নিয়ে পালিয়ে যায়। এরপরই হোটেল কর্তৃপক্ষ বর্ধমান থানায় বিষয়টি জানালে পুলিশ দ্রুততার সঙ্গে তল্লাশিতে নামে। এরপরই রাতে বর্ধমানের নবাবহাট এলাকা থেকে ওই ২ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে ২ টি পাইপগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে যুবকদের ব্যবহৃত একটি চারচাকা গাড়িও। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫,২৭ ও ৩৫ ধারায় মামলা রুজু করে মঙ্গলবার তাদের বর্ধমান আদালতে তোলা হয়েছে। এদিকে, কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি কি উদ্দেশ্যে জাতীয় সড়কের ধারে ধৃতরা আগ্নেয়াস্ত্র সহ জড়ো হয়েছিলো তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।