নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেলো যাত্রীবাহি বাস।ঘটনায় আহত কমবেশী ২০ জন যাত্রী।তাদের চিকিৎসার জন্য কুড়মুন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
পূর্ববর্ধমানের দেওয়ানদিঘী থানার ভিটা এলাকার ঘটনা।ঘটনাস্থলে দেওয়ানদিঘী থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাতারের খেড়ুর- ছাতনী থেকে বাসটি বর্ধমান নবদ্বীপ রাস্তা দিয়ে নবাবহাট যাচ্ছিলো।দেওয়ানদিঘী থানার ভিটা এলাকায় হঠ্যাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনায় আহত হয়েছেন কমবেশী ২০ জন।স্থানীয়দের সহযোগীতায় পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়মুন হাসপাতালে নিয়ে যায়।
যাত্রীদের অভিযোগ বাস চালানোর সময় চালক বারংবার মোবাইলে কথা বলছিলেন।মোবাইলে কথা বলার সময় কোনো কারণে তিনি অন্যমনস্ক হয়ে পরেন, তার ফলেই দূর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ।ঘটনার পর থেকেই চালক পলাতক।
ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে বর্ধমান নবদ্বীপ রোড।