কিশোরীকে কটুক্তি মদ্যপ যুবকদের, প্রতিবাদ করায় কিশোরীর দুই দাদা ও মা কে মারধরের অভিযোগ।কিশোরীর শ্লীলতাহানিও করা হয়, বাঁধা দিলে মেরে কিশোরীর মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
চার যুবকের বিরুদ্ধে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের কিশোরীর পরিবারের তরফে।তদন্তে নেমে ২ অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ।
কিশোরীর পরিবারের অভিযোগ প্রতিদিন সন্ধ্যের পরে শক্তিগড় থানার গাংপুর উত্তরপাড়া এলাকায় বসে স্থানীয় দূষ্কৃতিদের মদের আসর। যাতায়াতের সময় প্রায়শই মদের আসর থেকে কিশোরীকে অভিযুক্তরা কটুক্তি করে বলে অভিযোগ।
সোমবার কিশোরী ও তার দাদা বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতি মিলে ছাত্রীকে ধরে টানাটানি করে ও কটুক্তি করে। প্রতিবাদ করলে কিশোরীর সঙ্গে থাকা দাদাকেও মারধর করা হয় বলে অভিযোগ।কিশোরীর চিৎকারে তার মা ও আরেক দাদা এসে প্রতিবাদ করতে গেলে ছাত্রীর দাদা ও মাকেও মারধর করা হয় বলে অভিযোগ।এরপর কোন রকমে পালিয়ে আত্মরক্ষা করে তারা এবং শক্তিগড় থানায় অভিযোগ জানায়।
অভিযোগের পরিপেক্ষিতে ২ যুবককে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ।