আগামী ৪ এপ্রিল পূর্ববর্ধমান জেলা পরিষদে প্রায় ৫০ হাজার মহিলাকে নতুন বিধবা ভাতা দিতে চলেছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, ৪ এপ্রিল বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস এই বিধবা ভাতার চেক তুলে দেবেন প্রাপকদের হাতে। একইসঙ্গে ওই মঞ্চ থেকেই গোটা পূর্ব বর্ধমান জেলায় দুয়ারে সরকার ক্যাম্প নিয়েও পুরষ্কার প্রদান করা হবে বিভিন্ন পঞ্চায়েতকে। তিনি জানিয়েছেন, যে সমস্ত পঞ্চায়েত দুয়ারে সরকার প্রকল্পকে সবদিক থেকে সুষ্ঠভাবে পালন করেছেন তাদের চিহ্নিত করে পুরষ্কার দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওইদিন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত দিয়ে তাঁদের পুরষ্কৃত করা হবে।