২ মার্চ বর্ধমান সহ গোটা রাজ্যের সমস্ত পুরসভার ফলাফল ঘোষণার পর যথারীতি গত ১৬ মার্চ বর্ধমান পুরসভার বোর্ডও গঠন হয়েছে। কিন্তু এখনও নির্বাচিত কাউন্সিলারদের মধ্যে কারা কারা এমসিআইসি পদ পাচ্ছেন বা কে কোন দপ্তরের এমসিআইসি হতে চলেছেন সে সম্পর্কে কিছুই জানানো হয়নি। কিন্তু দলীয় একটি সূত্রে জানা গেছে, আগামী সোমবার বর্ধমানে আসছেন রাজ্যের বিদ্যুৎ, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলার দলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। সম্ভবত ওইদিনই বর্ধমান জেলার বিভিন্ন পুরসভার এমসিআইসি দের নামের তালিকা চুড়ান্ত রূপ নিতে চলেছে। দলের একটি সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত দলের সিদ্ধান্ত – কেবলমাত্র যাঁরা কমপক্ষে দ্বিতীয়বার কাউন্সিলার হিসাবে নির্বাচিত হয়েছেন তাঁরাই থাকবেন এমসিআইসি পদে। একইসঙ্গে বিভিন্ন সম্প্রদায় থেকেও প্রতিনিধিত্ব রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমান পুরসভার মোট ৩৫টি ওয়ার্ড। সেই নিরিখে এমসিআইসি হবেন পুরপতি, উপপুরপতি সহ মোট ৭জন। তৃণমূল কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গেছে,এই এমসিআইসি পদে (সম্ভাব্য) থাকতে পারেন পুরপ্রধান পরেশ সরকার এবং উপপুরপ্রধান মৌসুমী দাস ছাড়াও মহিলা প্রতিনিধিত্ব হিসাবে রত্না রায়, সাধারণ সম্প্রদায় থেকে উমা সাঁই, মুসলিম সম্প্রদায় থেকে প্রদীপ রহমান, এসসি, এসটি ওবিসি থেকে সুশান্ত প্রামাণিক এবং হিন্দিভাষী সম্প্রদায় থেকে ২ বারের নির্বাচিত কোনো কাউন্সিলার না থাকায় নবনির্বাচিত কাউন্সিলার সুমিত শর্মা থাকতে পারেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই তালিকা তৈরী হলেও দলের ভেতরেই কয়েকজনের নাম নিয়ে আপত্তি, অভিযোগ থাকায় এই তালিকাও পুর্নবিবেচনা করা হতে পারে। সেক্ষেত্রে সম্ভাব্য এই তালিকায় থাকা নামের মধ্যে দু-একটি নামের পরিবর্তনও হতে পারে। যদিও অনেকেই মনে করছেন বর্তমান পরিস্থিতিতে দল কঠোরভাবেই এই নির্দেশকে কার্যকরী করবে। বিশেষ করে বগটুই কাণ্ডের পর দল আরও সতর্কতা অবলম্বন করেছে। দল যে নির্দেশ দেবে তাকেই মানতে হবে বলে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কালনা পুরসভা নিয়েও একই কঠোরতা দেখা গেছে। খোদ দলের এক নেতা কালনা পুরসভার বিক্ষুব্ধদের নিয়ে রাজ্য নেতাদের কাছে দরবার করলেও দল তাকে গুরুত্ব দেয়নি। উল্টে দলবিরোধী কাজের জন্য কাউন্সিলার তপন পোড়েলকে সাসপেণ্ডও করা হয়। যদিও পরে তা মিটে যায়। কালনা পুরসভার এই ঘটনার ফলে অনেকেই মনে করছেন দল বর্ধমান পুরসভার ক্ষেত্রেও যদি এই তালিকা তৈরী করে থাকে, তাহলে তা পরিবর্তনের সম্ভাবনা কম। যদিও এখনও এব্যাপারে দলীয়ভাবে কোনো তালিকা ঘোষণা করা হয়নি।