ফের প্রচুর পরিমাণে বোমা, বন্দুক ও গুলি উদ্ধার। ঘটনায় গ্রেপ্তার ১।
উদ্ধার ৪ টি ওয়ানশাটার বন্দুক, ৮ টি গুলি ও ৩৪ টি বোমা।
বর্ধমান শহরের লাকুর্ডি এলাকার একটি রাইসমিলের পাশে ঝোপ থেকে উদ্ধার। উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ।
পুলিশসূত্রে জানা গেছে,ধৃতের নাম নাজেম সেখ। বাড়ি নদীয়ার হাটগাছা এলাকায়।নাজেম সেখ বিভিন্ন জায়গায় অস্ত্রশস্ত্র সরবরাহ করত বলে পুলিশসূত্রে জানা গেছে।গতকাল রাতে তাকে লাকুর্ডি এলাকা থেকে নাজেম কে আটক করা হয়।জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি রাইসমিলের পাশের ঝোপ থেকে ৪ টি ওয়ানশাটার,৮ টি গুলি ও ৩ টে ব্যাগে ৩৪ টি বোমা উদ্ধার হয়।
তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আজ বর্ধমান আদালতে তোলা হয়েছে।
অন্যদিকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার জন্য সিআইডি বোম্ব ডিস্পোজাল স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে।