কয়েক ঘন্টার মধ্যেই আউসগ্রামে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করলো পুলিশ।বাইকে করে পালানোর সময় পাকড়াও দুই দুস্কৃতি।
আউশগ্রাম থানার বনপাশ থেকে ব্যবসায়ীর মোটা টাকা ছিনতাই হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যে বর্ধমান থানা গ্রেফতার করেছে দুই ছিনতাইকারীকে। উদ্ধার হয়েছে নগদও। আটক কথা হয়েছে একটি বাইকও।
দিবাকর মিশ্র নামে ব্যারাকপুরের বাসিন্দা ওই ব্যবসায়ী স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে সপরিবারে তারাপীঠ গিয়েছিলেন পুজো দিতে। এদিন তাঁরা ফিরছিলেন বাসে। দিবাকরবাবু জানান, বাসে আসার পথে তাঁর ছেলে শুভানন্দ ইন্টারনেট সার্চ করে জানতে পারেন আউশগ্রামের বনপাশ স্টেশন থেকে সরাসরি ব্যারাকপুর যাওয়ার ট্রেন পাওয়া যাবে। তাই আউশগ্রামের বড়াচৌমাথায় বাস থেকে নেমে টোটোয় চেপে বনপাশ স্টেশনে যাচ্ছিলেন। সেইসময় দুই ছিনতাইবাজ দিবাকরবাবুর হাত থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে ছুটে পালায়। তাদের তাড়া করেন দিবাকরবাবু ও শুভানন্দ। কিন্তু তারা দেখতে পান কিছুটা দূরে এক যুবক বাইক নিয়ে দাঁড়িয়েছিল। ওই বাইকের পিছনে চড়ে দুই দুষ্কৃতী চম্পট দেয়। দিবাকরবাবুর ব্যাগে কয়েক লক্ষ টাকা ছিল।
ছিনতাইয়ের খবর পেয়ে তদন্তে নামে আউশগ্রামের গুসকরা ফাঁড়ির পুলিশ। বাইক আরোহী ছিনতাইবাজদের বিষয়ে খবর দেওয়া হয় সংলগ্ন বিভিন্ন থানায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিনহা রায় এদিন রাতে জানান, ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে বিভিন্ন থানা এলাকায় নাকা চেকিং শুরু হয়। বর্ধমান থানার পুলিশ বর্ধমান-কালনা রোডের কালনা গেট এলাকায় সন্দেহজনক দুই বাইক আরোহীকে আটক করে। তাদের তল্লাশি চালিয়ে টাকা সহ ব্যাগ উদ্ধার হয়।তাদের কাছ থেকে তিন লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। তাদের বর্ধমান থানায় নিয়ে আসা হয়। জেরায় তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। তদন্তের স্বার্থে এখনই ধৃতদের নাম প্রকাশ করতে চাইছে না পুলিশ।