কলকাতা:দলের নির্দেশ অমান্য করায় কালনার কাউন্সিলরদের নিঃশর্তে ক্ষমা চাইতে বাধ্য করল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। সোমবার কালনা পুরসভায় জয়ী 17 জন কাউন্সিলরকে কলকাতায় তলব করেছিল দলের রাজ্য নেতৃত্ব। সেখানেই দল বিরোধী কাজে যুক্ত কাউন্সিলরদের ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের জেলা নেতা বলেন কালনা পুরসভায় যে সমস্যা তৈরি হয়েছিল তা মেটাতেই কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছিল।
দলের নির্দেশ অমান্য করে কালনা পুরসভায় পুর প্রধান নির্বাচনে অংশ নিয়েছিলেন সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর। তা নিয়েই গোলমালের সূত্রপাত। কালনায় দলের নির্দেশ অমান্য করে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা তপন পোড়েলকে পৌর প্রধান হিসেবে নির্বাচন করেন। আনন্দ দত্তকে পুর প্রধানের পদ দিয়েছিল দল। ওই পদের জন্য এই ঘটনাকে ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পুর প্রধান কে শপথ গ্রহণ না করিয়ে সভাকক্ষ ছাড়েন মহকুমা শাসক। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুর প্রধান নিয়োগ প্রক্রিয়া বাতিল করেন জেলাশাসক। দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তপন পোড়েলকে বহিষ্কার করা হয়েছে বলে জানান মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলার দলীয় পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। এরপর এদিন কাউন্সিলরদের কলকাতায় ডেকে পাঠানো হয়। দুটি দলে ভাগ হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন কাউন্সিলররা একটি দলে ছিলেন তপন পোড়েল সহজ 13 জন অন্য দলে ছিলেন আনন্দ দত্ত সহ চার জন। তপন পোড়েলের ওপর থেকে বহিষ্কারের সিদ্ধান্ত তুলে নেওয়া হবে কিনা দল তা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে বলে কাউন্সিলরদের জানানো হয়।