ভিখারীর ছদ্মবেশে চলত অস্ত্রকারবার!বর্ধমান স্টেশন থেকে ধৃত আন্তরাজ্য অস্ত্র পাচারের পান্ডা।উদ্ধার ৩ টি আগ্নেয়াস্ত্র। রবিবার দুপুরে বর্ধমান স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে রাজ্যপুলিশের এসটিএফ।
এসটিএফ ও বর্ধমান জিআরপি সূত্রে জানা গেছে,ধৃতের নাম টুনটুন কুমার।বাড়ি বিহারের মুঙ্গেরের রামনগর থানার রামদিরিতে।মুঙ্গের থেকে অস্ত্র এনে তা রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে টুনটুন।বিশেষভাবে সক্ষম হওয়ায় প্রাথমিকভাবে টুনটুনকে সন্দেহ হওয়ার কোনো অবকাশ ছিলো না।সেই সুযোগকে কাজে লাগেই রাজ্যজুড়ে অস্ত্র কারবারের ফাঁদ পেতে ছিলো টুনটুন।এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় টুনটুন অস্ত্র সরবরাহ করেছে বলে জিজ্ঞাসাবাদে এসটিএফ জানতে পেরেছে। রবিবারও হুগলির ভদ্রশ্বরে রমেশ নামে এক ব্যক্তিকে অস্ত্রের যোগান দিতেই এই অস্ত্র মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছিলো।সেই সময়ই টুনটুনকে হাতেনাতে ধরে এসটিএফ।
এরপরেই এসটিএফের তরফে বর্ধমান জিআরপি থানায় একটি মামলা রুজু করা হয়।সোমবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়।তদন্তে স্বার্থে জিআরপি ধৃত টুনটুনকে ৪ দিনের পুলিশী হেফাজতের আবেদন জানায়।আদালত ৪ দিনেরই পুলিশি হেফাজত মঞ্জুর করে।