ডাইনি অপবাদে দুই মহিলাকে হেনস্থার অভিযোগ।
গ্রামেরই দুই মহিলার ঝাড়ফুকের জন্য এক যুবক অসুস্থ বলে দাবী গ্রামের একাংশের।
ওঝাই বিধান দেয় ওরা ডাইনি-দাবী অসুস্থ যুবকের দিদির।
গতকালই গ্রামে বসে সভা।
খবর পেয়ে ভাতার থানার পুলিশ দুই মহিলাকে উদ্ধার করে।
রবিবার ভাতারের বিডিও ও ওসি গ্রামের মানুষকে বুঝিয়ে অসুস্থ যুবককে ভাতার হাসপাতালে ভর্তি করে।
পূর্ব বর্ধমানের ভাতারের কুলচন্ডা গ্রামের ঘটনা।
তাঁদের জন্যেই এক যুবক ‘অসুস্থ’, এই অভিযোগ তুলে দুই মহিলাকে হেনস্থা করার অভিযোগ একাংশ পড়শির বিরুদ্ধে।
খবর পেয়ে শনিবার সন্ধ্যেয় ভাতার থানার পুলিশ স্থানীয় কুলচন্ডা গ্রামের রেললাইন সংলগ্ন পাড়া থেকে ওই দুই মহিলাকে উদ্ধার করে।
ঘটনার এক দিন পরেও পুলিশ তাঁদের গ্রামে ফেরাতে পারেনি।
অসুস্থ যুবকের দিদি মালতি মুর্মুর অভিযোগ দুই মহিলা বলে তার ভাইকে ভালো করে দেবে। ওঝার কাছে গেলে ওঝাও ওদের ডাইন বলে।
ঘটনার জেরে পুলিশ ও প্রশাসন কুসংস্কার দূর করতে এলাকায় সচেতনতামূলক শিবির করবে। পাশাপাশি ওই মহিলাদের ঘরে ফেরানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
ভাতার থানা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ওই যুবক ট্রাক্টর চালক ছিলেন। দেড় বছর আগে অসুস্থ হয়ে পড়েন। তারপর ধীরে ধীরে হাত-পা নড়াচড়া করারও শক্তি হারিয়ে ফেলেছেন। অসুস্থ যুবকের পরিবার ও গ্রামের কিছু মানুষের অভিযোগ, ওই দুই মহিলার ঝাড়ফুঁকের জন্যেই যুবক অসুস্থ হয়ে পড়েছে। এ নিয়ে শনিবার বিকেলে পাড়াতে একটি সভা হয়। সেখানেই ওই দুই মহিলাকে সবার সামনে জিজ্ঞাসাবাদের নামে ‘হেনস্থা’ করা হয় বলে অভিযোগ।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা কার্যকরী সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানান এটা কুসংস্কার। বিজ্ঞান মঞ্চ এলাকায় গিয়ে সচেতনতা শিবির করবে এবং গ্রামের মানুষদের বোঝাবে।
যদিও ভাতারের বিডিও অরুন কুমার বিশ্বাস জানিয়েছে আজকে তিনি এলাকায় গিয়েছিলেন।প্রশাসনের তরফে এলাকায় প্রচার করা হবে।পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক সংস্থাগুলিকে সচেতনতা মূলক প্রচার করার জন্য আবেদন করা হবে।