অজয় নদের চরে স্ট্রবেরী বাগানের পাশ থেকে এক কিশোরীর দেহ উদ্ধারে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আউশগ্রামের কেশেরমাঠ এলাকায়।
মৃত কিশোরীর নাম পূজা কর্মকার (১৬)। তার বাড়ি আউশগ্রামের ভেদিয়ার বীরচন্দ্রপুর বাগানপাড়া এলাকায়। পুবার হাইমাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী ছিলো পুজা।
এদিন স্ট্রবেরী ক্ষেতের পাশে ওই কিশোরীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠায়।
পরিবার ও স্থানীয়দের দাবি, ওই স্ট্রবেরী ক্ষেতের চর্তুদিক বিদ্যুতের তার দিয়ে ঘেরা ছিল। স্ট্রবেরী চুরি আটকাতেই এমন পন্থা অবলম্বন করেছিলো চাষি। সেই তারেই বিদ্যুৎপৃষ্ঠ হয়েই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলেই অনুমান স্থানীয়দের।
মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে আউশগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্ট্রবেরী ক্ষেতের গার্ড বিহারের বাসিন্দা লক্ষ্মণ যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ছবি—- ইন্টারনেট।








