আর খুব বেশি অপেক্ষা নয়, বৈশাখের শুরুতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। এমনই আশার কথা শোনালো আলিপুর আবহাওয়া অফিস। পয়লা বৈশাখ বা তার দু-তিন দিনের মধ্যেই বজ্রগর্ভ মেঘের হাত ধরে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, 15 থেকে 18 এপ্রিলের মধ্যে কলকাতা ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে পূবালী বাতাস দক্ষিণবঙ্গের ঢুকবে। তা থেকে ঝাড়খন্ড ও তার সন্নিহিত এ রাজ্যে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
এমনিতেই দক্ষিণবঙ্গে দুপুরে লু বইতে শুরু করেছে। উত্তর ভারতের দিক থেকে গরম ও শুষ্ক বাতাস ঢুকছে। এখন পূবালী বাতাস জলীয়বাষ্প নিয়ে ঢুকতে শুরু করলে বিপরীতমুখী দুই বায়ুর মিশ্রণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে।
অন্যান্যবার চৈত্র মাসে বেশ কয়েকটি কালবৈশাখী হয়ে যায়। দুপুরের পর কালো মেঘে আকাশ ঢেকে মুষলধারে বৃষ্টি হয়ে থাকে। কিন্তু এবার কালবৈশাখী দূরে থাক, দীর্ঘদিন ছিটেফোঁটা বৃষ্টিও হয়নি। যা কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। তবে বৈশাখের শুরুতেই বৃষ্টির দেখা মিলবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।