গোটা রাজ্যের মানুষ যেখানে দোল পূর্ণিমার দিনই রং খেলায় মেতে ওঠেন সেখানে বর্ধমানের চিত্রটা একটু অন্যরকম। বর্ধমানে দোলপূর্ণিমার পরের দিন পালন করা হয় দোল।পরেরদিনই বর্ধমানবাসী মেতে উঠেন রং খেলার আনন্দে। বর্ধমান মহারাজার সময় থেকেই চলে আসছে এই রেওয়াজ। তার কারণ হিসেবে জানা যায়, রাজবাড়িতে রাধাগোবিন্দ জিউয়ের পুজো হত দোলের দিন। সারাদিন পুজোর পরে আর রং খেলার সময় পাওয়া যেত না। সন্ধ্যা নেমে যেত। তাই তখন একটা উপায় বার করা হয়েছিল। পরের দিন তো আর পুজো থাকবে না তাই সেদিনই তাহলে রং খেলা হোক।সেই থেকেই চলে আসছে এই রেওয়াজ।রাজ নির্দেশেই বর্ধমানে দোলপূর্ণিমার দিনে খেলা হয়না রং।বরং তার পরেরদিনই রং খেলার আনন্দে মাতেন আপামর বর্ধমানবাসী।সেই ঐতিহ্য আজও বহমান।