আমার ছেলে প্রতিবাদী।বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। উত্তেজনার বশে সে হয়তো খারাপ কথা বলেছে, কিন্তু সে উপাচার্য কে খুন করতে গেছে এমনটা আমি বিশ্বাস করিনা। এমনই মন্তব্য করলেন আলিয়া কাণ্ডে অভিযুক্ত গিয়াস উদ্দিনের বাবা মহম্মদ মন্ডল। গিয়াসউদ্দিনের বাড়ি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর কুলুট গ্রামে।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন চলছে। অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিনের বাড়ি এ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুলুট গ্রামে। বাবা
মহব্বত মন্ডলের ছুরিকাঁচি শানের দোকান। বড় কষ্টে পড়াশোনা করছেন দুই ছেলেকে। গিয়াসউদ্দিন কুসুম গ্রামে তৈবা হাইস্কুল থেকে পড়াশোনা করে পরবর্তীকালে মেমারি মামন মিশন উচ্চমাধ্যমিক পাশ করে। মেধাবী ছাত্র হিসেবেই এলাকায় পরিচিত সে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে ছাত্র রাজনীতিতে যুক্ত হয়। সে কথা বাড়িতেও জানিয়েছিল সে। বাবার কথায়, তার ছাত্র রাজনীতিকে বড় করে দেখিনি। বর্তমান যে শাসক দল তাদেরকেই সমর্থন করতো সে। সারাদিন টিভিতে সব দেখেছি। তা দেখে আমি নিশ্চিত গিয়াসউদ্দিন চক্রান্তের শিকার। কেউ ছবি তুলে তা ভাইরাল করে দিয়েছে। উত্তেজনার বশে সে হয়তো খারাপ কথা বলেছে। কিন্তু উপাচার্যকে খুন করতে গিয়েছিল এ কথা মানতে পারছি না। ও সেরকম ছেলে নয়।