ফের রক্তাক্ত বীরভূম। তৃণমূলের উপপ্রধানকে খুনের অভিযোগ ঘিরে রণক্ষেত্র বীরভূমের রামপুরহাট।সোমবার রাতে রামপুরহাট ১ নং ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ভাদু শেখের বাড়ি বগটুই গ্রামে। অভিযোগ, এই ঘটনার পর সোমবার রাতভর তাণ্ডব চলে বগটুইয়ে। দুষ্কৃতীরা গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতভর চলে বোমাবাজি। মঙ্গলবার দমকলের তরফে জানানো হয়, এই ঘটনায় এখনও অবধি ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এরমধ্যে সোমবার রাতেই তিনটি দেহ উদ্ধার হয় বলে খবর। বাকি সাতটি উদ্ধার হয় মঙ্গলবার। এই ঘটনার তদন্তে ডিআইজি-সিআইডির নেতৃত্বে দল যাচ্ছে রামপুরহাটে। গঠন করা হচ্ছে সিটও।
সোমবার রাতে রামপুরহাটে জাতীয় সড়কের পাশ থেকে উপপ্রধান ভাদু শেখকে বোমা ছুঁড়ে দুষ্কৃতীরা খুন করে বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এরপরই ভাদু শেখের যাঁরা অনুগামী ছিলেন তাঁরা ওই এলাকায় অগ্নিসংযোগ করেন। বেশ কিছু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সেই গ্রাম থেকে সাতজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। সোমবার রাতেই গ্রামে যান দমকলের আধিকারিকরা। দমকলেরই এক আধিকারিক জানান, সোমবার রাতে তিনজনের দেহ এবং মঙ্গলবার সকালে সাতজনের দেহ উদ্ধার হয়। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বগটুই গ্রামের পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটা রেষারেষির সম্পর্ক রয়েছে। একাধিকবার এই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। গ্রাম্য বিবাদ নাকি রাজনৈতিক দলাদলির জেরে এই ঘটনা সবটাই এখনও তদন্তসাপেক্ষ।
ঘটনার পরপরই মমতা ব্যানার্জীর নির্দেশে ফিরহাদ হাকিমের নেতৃত্বে তিন সদস্যের একটি দল রামপুরহাট যাচ্ছেন।
একই সঙ্গে সিআইডি ও ফরেন্সিক টিম তদন্তের জন্য রামপুর যাচ্ছে।