আল আমিন মিশন একাডেমি মেমারী শাখাতে ঢুকে বহিরাগতদের তাণ্ডব।
হোস্টেলের ভিতরে ঢুকে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের মারধরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে।
স্কুলেরই সুপারইন্টেনডেন্ট এর নেতৃত্বে বহিরাগতরা ঢুকে পড়ুয়াদের মারধর করে বলে অভিযোগ।
লাঠি,রড দিয়ে ছাত্রদের মারধরের অভিযোগ।
এমনকি একাডেমিতে ভাঙচুরও করা হয়।
মারধরে আহত ১৫-২০ জন উচ্চমাধ্যমিক পড়ুয়া।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেমারি গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
মেমারি থানার দুর্গাডাঙা আলআমিন মিশন একাডেমির ঘটনা।
ঘটনাস্থলে মেমারী থানার পুলিশ।
মেমারি দুর্গাডাঙায় আল আমিন মিশন।একাদশ ও দ্বাদশ শ্রেনীর আবাসিকরা এখানে থেকে পড়াশুনা করে।
পড়ুয়াদের অভিযোগ তারা বেশ কয়েকদিন ধরেই কর্তৃপক্ষকে নিন্মমানের খাবার সহ বেশ কয়েক দফা দাবী জানিয়ে আসছিলো।অভিযোগ আজকে সন্ধ্যাবেলায়ও আল আমিন মিশন একাডেমির মেমারি শাখার দায়িত্বপ্রাপ্ত সুপার হাসিবুল রহমান আলমের কাছে পড়ুয়ারা দাবী জানাতে গেলে অভিযোগ সুপার ক্যাম্পাসে বহিরাগতদের ডেকে এনে তাণ্ডব চালায়।
পড়ুয়াদের অভিযোগ,আগামি কাল তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বহিরাগতরা লাঠি,রড হাতে ঢুকে তাদের মারধোর করে।এমনকি হোস্টেলের ভিতরে ঢুকেও ভাংচুর ও মারধর করে।
আলআমিন মিশন একাডেমির সেক্রেটারি মহম্মদ নুরুল ইসলাম মিদ্দ্যা জানান,একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে তাতে বেশ কয়েকজন আহতও হয়েছেন।কি কারণে এই ঘটনা ঘটলো তা আমরা খতিয়ে দেখছি।পাশাপাশি পুলিশও ব্যবস্থা নিচ্ছে।আমরা পুলিশকে সর্বতোভাবে সহযোগিতা করবো।এখন আমাদের অগ্রাধিকার হচ্ছে কালকে সমস্ত ছাত্র যাতে পরীক্ষা টুকু দিতে পারে তা নিশ্চিত করা। এরজন্য আমরা সমস্ত রকমের পদক্ষেপ গ্রহন করবো।