মেডিকেল কলেজ ক্রমে (ranking)দেশের সেরা ১০০ মেডিক্যাল কলেজের মধ্যে জায়গা করে নিল বর্ধমান মেডিক্যাল কলেজ। বর্ধমান মেডিক্যাল ছাড়াও রাজ্যের আরও তিনটি মেডিক্যাল কলেজ এই তালিকায় রয়েছে। ন্যাশানাল ইন্সিটিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক(NIRF)সম্প্রতি যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকার ৭৮ নম্বর ক্রমে রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজের নাম।রাজ্যের মধ্যে চতুর্থ স্থান।
প্রতিবছর কেন্দ্রীয় সরকারের তরফে (NIRF)দেশের মেডিক্যাল কলেজগুলির তালিকা প্রকাশ করে। সেই তালিকায় দেশের ১০০টি সেরা মেডিক্যাল কলেজের মধ্যে জায়গা করে নিয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ। বর্ধমানের আগে রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ, বাঁকুড়া মেডিক্যাল কলেজ, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। তালিকার প্রথমে রয়েছে দিল্লির এইমস। ৩২ নম্বর ক্রমে রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজের নাম। রাজ্যের মধ্যে প্রথম ৫০-এর মধ্যে রয়েছে শুধুমাত্র কলকাতা মেডিক্যাল। এরপর ৬৫ নম্বরে রয়েছে বাঁকুড়া। কলকাতা এনআরএস এবং বর্ধমান মেডিক্যালের ক্রম খুব কাছাকাছি। এনআরএস ৭২ এবং বর্ধমান ৭৮ নং ক্রমে রয়েছে।
বর্ধমান মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল তাপস ঘোষ জানিয়েছেন, NIRF প্রতি বছর এই র্যাঙ্কিং প্রকাশ করে। আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রসংখ্যা, কী কী বিষয় পড়ানো হয়, পেপার প্রেজেন্টেশন, রিসার্চ ওয়ার্ক, হাসপাতালের পরিকাঠামো, সেখানকার অপারেশন, ওষুধপত্রের ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলি খতিয়ে দেখেই এই ক্রম নির্ধারণ করা হয়। এসব বিভাগে আমাদের কলেজ ভালো ফলাফল করায় আমাদের ক্রম ভালো হয়েছে।আগামীদিনে আরও ভালো করার উদ্যোগ গ্রহন করা হবে বলেও তিনি জানান।