শীতকালীন ফুল এখন শেষ হয়ে যাবার মুখে। ডালিয়া চন্দ্রমল্লিকা, ইম্প্রেশন, গ্যাডুলাস কিংবা পিটুনিয়াদের দিন শেষ। তবে মন খারাপের কিছু নেই। আপনি চাইলেই ছাদ বাগান সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন গ্রীষ্মকালীন শাক সবজিতে।
এই সময় ছাদ বাগানে চাষ করতে পারেন ঢেঁড়স,কুমড়ো, বরবটি, উচ্ছে,বেগুন, করোলা, শসা, লঙ্কা সহ অনেক কিছুই। তাছাড়া এখন সারা বছর ক্যাপসিকামেরও চাষ হচ্ছে। এই সময় ছাদ বাগানে লাল শাক, পুঁইশাকেরও চাষ করা যায়।
তাই দেরি না করে উন্নত মানের বীজ ব্যবহার করে খুব সহজেই নানান শাকসবজিতে ভরিয়ে তুলতে পারেন আপনার ছাদ বাগান। তাতে মন ভালো থাকবে, শারীরিক পরিশ্রমও হবে। এর সঙ্গে আপনি পেতেই পারেন রাসায়নিক মুক্ত টাটকা সবজি।
প্রথমেই ছাদ বাগানের মাটি তৈরি করে নিন। মাটি ঝুরঝুরে করে শুকনো করে নিন। এরপর তাতে পরিমাণমতো গোবর সার ও নিম খোল মিশিয়ে নিতে পারেন। ব্যবহার করতে পারেন কোকো পিটও। এরপর বীজ রোপন করে জল দিন নিয়মিত। কিছুদিন পর চারা বেরোলে তার পরিচর্যা করুন।